Friday, March 29, 2024
HomeScrollingজামালপুর পৌরসভায় ২৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুর পৌরসভায় ২৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মাহমুদুল হাসান মুক্তা |

২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে জামালপুর পৌরসভা। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন জামালপুর পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৪ কোটি টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ১০ কোটি ৩ লাখ টাকা।

পৌর মেয়র প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেন, বাজেটে কোন কর আরোপ করা হয়নি। মওকুফ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স। পৌর নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে খুব শ্রীঘ্রই চালু করা হবে ‘এ্যাম্বুলেন্স সার্ভিস’ হ্যালো মেয়র ও হটলাইন। দেড়শ বছরের পুরনো এই পৌরসভার এটিই সর্বোচ্চ বাজেট। বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments