Thursday, April 25, 2024
Homeজামালপুরজামালপুরে বেকারী শিল্পের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

জামালপুরে বেকারী শিল্পের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির উদ্যোগে ৪টি জেলার নেতৃবৃন্দের সাথে বেকারী শিল্পের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন দি জামালপুর চেম্বার অব কমার্সের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল হক খান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় ময়মনসিংহ বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সামছুল ইসলাম, টাঙ্গাইল বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান তালুকদার পরশ, সাধারণ সম্পাদক মো. হাসমত আলী, শেরপুর বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি ইমাম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মো. কামাল হোসেন হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আলম হোসেন, জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল প্রমুখ বক্তব্য রাখন।

বক্তারা মতবিনিময় সভায় বেকারী শিল্পকে আরও আধুনিকায়ন করার জন্য বিভিন্ন পরামর্শমূলক কথা বলেন। তারা বলেন, এই শিল্পকে আরও আধুনিক মানসম্মত শিল্প হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, ক্ষতিগ্রস্ত বেকারী ব্যবসায়ীদের প্রণোদনা ঋণ সহায়তার লক্ষে জেলা প্রশাসক বরাবর সহযোগিতার আবেদন। ৪টি জেলার বেকারী শিল্পের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে অবাঞ্চিত বেকারী চিহিুত করে ১ মাসের সময় দিয়ে সরকারি নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনার নোটিশ প্রদান। অন্যথায় সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় বেকারী শিল্প মালিক সমিতির ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বেকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments