Saturday, April 20, 2024
HomeScrollingঘূর্ণিঝড় ইয়াস: বাংলাবাজার-শিমুলিয়া নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ইয়াস: বাংলাবাজার-শিমুলিয়া নৌযান চলাচল বন্ধ

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর |

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে ঝোড়ো বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ আর বুধবার ভোর থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গতকাল বিকেল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে গত রাত ১১টা থেকে রো রো ফেরিগুলো বন্ধ করা হয়। আর ভোর থেকে নৌরুটে চলাচল করা সকল ফেরি বন্ধ রয়েছে। নদী শান্ত হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

এছাড়াও গত ৩ মে বাংলাবাজার ঘাটের কাছে একটি স্পিডবোট দুর্ঘটনার পর থেকে প্রশাসনের নির্দেশে এই নৌরুটে সকল স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকাগামী যাত্রী রাসেল বলেন, সকালে ঘাটে এসে জানতে পারি সবকিছু বন্ধ। ঢাকায় একটি হাসপাতালে জরুরি চিকিৎসা করাতে যেতে হচ্ছে। কিন্তু এখন কীভাবে যাবো।’

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’ বুধবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে সকল ফেরি ও লঞ্চ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই লঞ্চ ছাড়ব

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাত ১১টা থেকে রো রো ও ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments