Friday, April 26, 2024
Homeগাইবান্ধাগাইবান্ধার তুলসীঘাটে চার দিনব্যাপী বইমেলা শুরু

গাইবান্ধার তুলসীঘাটে চার দিনব্যাপী বইমেলা শুরু

 আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে বৃহস্পতিবার ২৪ মার্চ বিকেল থেকে চারদিন ব্যাপী গ্লোবাল ভিলেজ বইমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,এলাকার প্রবীণ শিক্ষক মুনছুর আলী সরকার। এই বইমেলার আয়োজন করেছে স্থানীয় সাহিত্য সংগঠন ‘বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার’। আমেরিকা প্রবাসী কবি বিমল সরকারের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা কমিটির আহবায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সগীর আনোয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মেলা কমিটির সদস্য সচিব শাহ মো. আবু আউয়াল রিজু,কবি বিমল সরকারের মাতা লতা রাণী সরকার, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব,মেলায় অংশ গ্রহণকারী বাংলাডেমির বিক্রয় ও বিপনন বিভাগের প্রতিনিধি মুহাম্মদ রাসেল প্রমুখ। মেলা মঞ্চে কবি বিমল সরকারের দুটি কাব্যগ্রন্থ আদি মানবের আমি ও সৃষ্টি তোমার বড় উপহার এবং মানুনুর রশিদ মন্ডলের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট সগীর আনোয়ারকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অঞ্জলী রাণী দেবী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি তুলসীঘাট বন্দর প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. অলিউর রহমান এই বইমেলার ভূয়সী প্রশংসা করে বলেন,বিভিন্ন মেলার মধ্যে বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের প্রতি হৃদয়ের টান না থাকলে মফস্বলে বইমেলার আয়োজন করা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটি জেলায় একজন করে বিমল সরকার জন্ম নিবে এবং বইমেলার আয়োজিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত বইমেলায় বাংলা একাডেমি,বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৩০টি স্টল স্থান পেয়েছে। আজ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চারদিন চলবে এ মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। এছাড়াও রয়েছে কবিদের স্বকণ্ঠে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments