Wednesday, April 24, 2024
HomeScrollingকাশিমপুর কারাগারে পরীমণি

কাশিমপুর কারাগারে পরীমণি

অনলাইন ডেস্ক।।

গত ৪ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দুই দফায় রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পরীমণিকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমণিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীমণিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

এদিকে পরীমণিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে কাশিমপুর কারা ফটকে। জানা যায়, তাকে কাশিমপুর কারাগারে নেওয়ার খবরে বিকেল থেকেই সেখানে শত শত মানুষ ভিড় করে। সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে প্রবেশ করে। মানুষের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশও নিয়োজিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাশিমপুর কারা ফটকে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। উৎসুক জনতাদের কেউ কেউ জানান, টিভিতে পরীমণিকে সেখানে নিয়ে যাওয়ার খবর শুনেই পরীমণিকে এক নজর দেখার জন্য বিকেলেই ছুটে আসেন কাশিমপুর কারা ফটকে।দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা সাতটার দিকে পরীমণিকে প্রিজন ভ্যানে করে আনা হলেও গাড়ির ভেতর থাকায় পরীকে দেখতে পায়নি তার ভক্তরা।

গাজীপুরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কারাফটকে মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমণিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমণিকে মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments