Friday, April 26, 2024
Homeসারাদেশঢাকা বিভাগকরোনা সচেতনতায় আনসার ভিডিপি 'ব্লাড ব্যাংক' চলে গেলো বেঁধে পল্লীতে

করোনা সচেতনতায় আনসার ভিডিপি ‘ব্লাড ব্যাংক’ চলে গেলো বেঁধে পল্লীতে

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় জানাতে
আনসার ভিডিপি ‘ব্লাড ব্যাংক’ চলে গেলো মাদারীপুর সদর উপ‌জেলা মস্তফাপুর বেঁধে পল্লীতে।
মাদারীপু‌রের আসপা‌শের ৬টি জেলার লোকজন, যারা এই এলাকায় এ‌সে প‌রিবার অল্প টাকা (৫০০-১০০০) টাকার হ‌রেক রক‌মের মালামাল বি‌ক্রি ক‌রে এবং ছোট শিশু‌দের দি‌য়ে বি‌ভিন্ন এলাকায় টোকাই‌য়ের কাজ করায়। দিন শে‌ষে যে টাকা পায় তা দিন চ‌লে যায়। এ‌দের স্থায়ী কোন ঠিকানা নেই। ত‌বে এরা মুস‌লিম, এক সময় এরা নৌকায় নৌকায় বি‌ভিন্ন এলাকা ঘু‌রে শা‌পের খেলা দেখা‌তো, কালক্র‌মে সে নদীও নেই, আর কেউ শা‌পের খেলাও দেখে না। এখা‌নে সব মি‌লে অর্ধ শতা‌ধিক মানুষ র‌য়ে‌ছে।

মাদারীপুর করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচীতে মস্তফাপুর বেধেদের মাঝে সাবান বিতরণ এবং সঠিক নিয়মে হাত দোয়া শিখানো হয়।
এ কার্যক্রমে অংশগ্রহণে- মোঃ মাহবুব মাতুব্বর, শারুফ হোসাইন, রাহাত তালুকদার, পূজা সরকার, সীমান্ত সরকার এবং মোঃ হযরত আলী।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments