Friday, March 29, 2024
HomeScrollingকরোনা: একদিনে শনাক্ত ৩৭

করোনা: একদিনে শনাক্ত ৩৭

অনলাইন ডেস্ক।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে ৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে টানা ২৫ দিন করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৭ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৯২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৯০টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments