Tuesday, April 23, 2024
HomeScrollingআর্জেন্টিনা কখনোই আমার একার ওপর নির্ভরশীল না: মেসি

আর্জেন্টিনা কখনোই আমার একার ওপর নির্ভরশীল না: মেসি

অনলাইন ডেস্ক |

আর্জেন্টিনা জাতীয় দল কখনোই তার একার অবদানে ভর করে ফুটবল খেলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাতারকা লিওনেল মেসি।

মেসি বলছেন, তার দল কোপা আমেরিকায় ঠিক পথেই আছে।

ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের একজন হলেও মেসি জাতীয় দলের জন্য বড় শিরোপা জিততে পারেননি। বিশেষ করে বিশ্বকাপটাই তার আজন্ম আক্ষেপ হয়ে আছে।

বিশ্বকাপের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। আর্জেন্টিনার ম্যাচ হলেই বিশ্লেষকেরা বলে থাকেন, মেসি একা আর কত করবেন!

ওলে-কে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘কখনোই জাতীয় দল আমার ওপর নির্ভর করেনি। সব সময় আমরা শক্তিশালী দল হয়ে লড়ার চেষ্টা করেছি।’

সোমবার রাতে চিলির বিরুদ্ধে কোপা আমেরিকা অভিযান শুরু করছে আর্জেন্টিনা। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার লক্ষ্যে নামছেন তিনি। তার আগেই এমন মন্তব্য করলেন।

গতবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিলেন মেসিরা। এবার প্রতিযোগিতায় নামার আগে মেসি সমান উত্তেজিত। বলেছেন, ‘এই অনুভূতি বিশেষ। ফ্রেন্ডলি, যোগ্যতা অর্জন, কোপা আমেরিকা, বিশ্বকাপ যেখানেই জাতীয় দলের হয়ে খেলি সেখানেই একইরকম অনুভূতি হয়। কখনো ভাবিনি এত ম্যাচ খেলতে পারব। বরাবর ভেবেছি, সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments