Thursday, April 25, 2024
HomeScrollingআরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি...

আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি হরিজন-০৯

অনলাইন ডেস্ক।।

ঢাকার মেট্রোরেলের আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-০৯।

মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে পণ্য খালাসের জন্য অবস্থান নেয় জাহাজটি।

গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে আসা এ জাহাজে মেট্রোরেলের ১০টি বগি ও ২টি ইঞ্জিনের ৪৩টি প্যাকেজ সরাঞ্জম রয়েছে। তবে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে এসব পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এরপর এগুলো নদী পথে নেয়া হবে ঢাকার উত্তরায় দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ৬টি ও ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি মোংলা বন্দরে খালাস হয়।

ইতিমধ্যেই দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হয় বৈদ্যুতিক ট্রেন। যার মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। মেট্রোরেল প্রকল্পের জন্য জাপান থেকে আনা প্রথম সেটের ছয়টি বগি নিয়ে ১২ মে ট্রেনটি ওয়ার্কশপ থেকে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল চালু হলে ঢাকা শহরে বছরে ১ লাখ ৮০ হাজার টনের বেশি কার্বন নিঃসরণ কমাবে। যানজট কমিয়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments