Thursday, April 25, 2024
HomeScrollingআবেদন খারিজ, বন্ধ থাকছে ‘পাবজি’

আবেদন খারিজ, বন্ধ থাকছে ‘পাবজি’

অনলাইন ডেস্ক |

দেশের সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে ‘পাবজি গেম’ বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ হয়ে গেছে।

পাবজি পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের করা এ সংক্রান্ত আবেদন বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেয়।

ফলে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব অনলাইন গেমস বন্ধে গত বছরের মধ্য আগস্টে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সামির সাত্তার। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।

গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি ও ফ্রি ফায়ারসহ বিপজ্জনক সব গেমস তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো, লাইকি, পাবজিসহ অনলাইন গেমস এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এ ধরনের অনলাইন গেমস ও স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং এ বিষয়ে নীতিমালা তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশ প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করে প্রক্সিমা বেটা পিটিই।

ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, ‘পাবজি কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, এটি বাংলাদেশে নিষিদ্ধ করার কারণে সারা বিশ্বে তাদের যে সুনাম সেটি ক্ষুণ্ন হয়েছে এবং তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন উল্লেখ করে বলেছে, পাবজি খেললে এখানে শিশুদের বড় ধরনের কোনো ক্ষতি হয় না। আমরা বলতে চেয়েছি, অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশের প্রেক্ষিত কোনোভাবেই তুলনা করা যাবে না। এসব ক্ষতিকর গেমসে শিশুরা অভ্যস্ত হয়ে তাদের মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। আদালত পাবজি কর্তৃপক্ষের আবেদনটি খারিজ করে দিয়েছেন।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments