Thursday, March 28, 2024
HomeScrollingআগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

অনলাইন ডেস্ক।।

পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুলাই। রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

রবিবার সন্ধ্যার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হিজরি সাল অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

বৈঠক শেষে চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে। সেই হিসেবে সোমবার থেকে জিলহজ মাস গণনা হবে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসলমানদের সর্ববৃহৎ দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। এই দিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু জবাই করে কোরবানি দেবেন সামর্থ্যবান মুসলমানরা। এরই মধ্যে কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে।

সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই। শুক্রবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য দিয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments