Saturday, April 20, 2024
HomeScrollingআগামী বৃহস্পতিবার থেকে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ

আগামী বৃহস্পতিবার থেকে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ

অনলাই ডেস্ক।।

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ ঈদ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে অনেকটা শিথিল করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এ বিষয়ে যেকোনো সময় সিদ্ধান্তের ঘোষণা হতে পারে।

সূত্র জানায়, শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাটসহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেওয়া হতে পারে। একই সঙ্গে কোরবানির হাটও চলবে।

এসব বিষয়ে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। তবে, সরকারি অফিস ভার্চুয়ালি চলবে এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments