Saturday, April 20, 2024
HomeScrolling৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে:...

৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক।।

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সব পরীক্ষা না হওয়ায় এসএসসি পরীক্ষা নেওয়ার খরচ কমেছে। পরীক্ষার ফি বাবদ নেওয়া অর্থের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। শিক্ষার্থী বৃদ্ধির হার ৮.৭৬ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

তিনি বলেন, সারাদেশে মোট ১৮ লাখ ৯৯৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৪২৯ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সবগুলো বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর এবং কারিগরী শিক্ষা বোর্ডের ২১ নভেম্বর।

বিভাগভিত্তিক পরীক্ষার সময় ভিন্ন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments