মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলার ৫টি উপজেলার সাংবাদিকদের নিয়ে ৮টি দলে বিভক্ত হয়ে মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২১ খেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে মাদারীপুর আচমত আলী খান স্টোডিয়ামের টার্ফ মাঠে এই খেলার শুভ উ™ে¦াধন করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, সদর উপজেলার নির্বহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াসসহ মাদারীপুর জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিক বৃন্দ। উক্ত খেলার আয়োজন করেন মাদারীপুুর জেলা সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার। প্রথম দিন চারটি দল অংশগ্রহন করেন- মাদারীপুর প্রেসক্লাব ও কালকিনি রিপোর্টাস ইউনিট এবং মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম। প্রথমদিন জয়ী হয়েছেন কালকিনি রিপোর্টাস ইউনিট ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম। উক্ত খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী বুধবার(১৫ সেপ্টেম্বর)।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন,আমি আমার জেলার সাংবাদিকদের নিয়ে গর্বিত। আমি জানতাম সাংবাদিকরা শুধু সংবাদ নিয়ে ব্যাস্ত থাকে এখন দেখলাম আমাদের জেলার সাংবাদিকরা খেলা নিয়েও ব্যস্ত থাকে। আমিও খেলি কিন্ত খেলার মাঠে না রাজনীতির মাঠে। আমি চাইবো আমাদের জেলার সাংবাদিকদের মত সারাদেশের সাংবাদিকরা সাংবাদিকগতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতি ও খেলাধুলায় আয়োজন করবে।
Leave a Reply