Friday, March 29, 2024
HomeScrollingসব শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষণা

সব শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত সারাদেশের শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা থাকবে নিত্যপণ্য ও ওষুধের দোকান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আজ (রোববার) বিকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৯৭ হাজার ৫৩৮। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৭ জনের। তবে আক্রান্ত প্রায় ৩ লাখ মানুষের মধ্যে ৯৪ হাজার ৫৮৪ জন সুস্থ হয়েছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments