সর্বাধিক বিক্রীত শিশুতোষ বই ‘দ্য ভেরি হাংরি কার্টারপিলার’র লেখক এরিক কার্লে আর নেই। তার পরিবার জানিয়েছে, গত রবিবার শেষরাতে ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত লেখক।
তার বই থেকে উদ্ধৃতি দিয়ে কার্লের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘চাঁদের আলোতে’ এক চমৎকার তারা ধরার জন্য, রংধনুর চিত্রকর এখন রাতের আকাশভ্রমণে বেরিয়েছেন।
কার্লের পুত্র রল্ফ নিউইয়র্ক টাইমসকে জানান, তার বাবা কিডনি বিকল হয়ে ম্যাসাচুসেটসের নর্দাম্পটনে মারা যান।
এক হিংস্র শুয়োপোকার গল্প নিয়ে ১৯৬৯ সালে তার সবচেয়ে বিখ্যাত বই ‘দ্য ভেরি হাংরি কার্টারপিলার’ প্রকাশিত হয়। যা বিক্রি হয় ৫০ মিলিয়ন (৫ কোটি) কপিরও বেশি।
সাধারণ কিন্তু শাশ্বত এই গল্পটি লেখা হয়েছে মাত্র ২২৪ শব্দে। বইটি ৬২টি ভাষায় অনূদিত হয়েছে।
নিউইয়র্কের সাইরাকসে জন্মগ্রহণ করেন কার্লে। ত্রিশের দশকের শেষদিকে তিনি শিশুদের জন্য লেখালেখি শুরু করেন।
Leave a Reply