শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে।
বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক, সাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা প্রমুখ।
এছাড়াও শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকি, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডলসহ সকল অফিসার স্টাফবৃন্দ।
অপরদিকে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১০১ পাউন্ড কেক কর্তন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আ’লীগের সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারের আয়োজনে তার কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কর্তন শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় নির্বাচিত মহিলা মেম্বারসহ নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আটমূল ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পৌর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কর্তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ। প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন। অপরদিকে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপমের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। এসময় অত্র ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, অভিরামপুর উচ্চ বিদ্যালয়, হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসা, গাংনগর দাখিল মাদ্রাসা, বিলহামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
LN/Arif
Leave a Reply