শরীয়তপুর সংবাদদাতাঃ
শরীয়তপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ জালাল মল্লিকের নেতৃত্বে এক বিশাল শোডাউন (মিছিল) করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় পৌরসভার ৬ ওয়ার্ড থেকে এক মাত্র জালাল মল্লিকের নেতৃত্বে বিশাল শোডাউন (মিছিল)করে বালুচরায় ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করেন।
শোডাউনে শ্লোগান মাস্টার মোঃ কামাল শেখের শ্লোগানে মুখরিত হয়ে উঠে বর্ধিত সভাস্থাল। এসময় শোডাউনে উপস্থিত সকলের দাবি অবহেলিত ৬নং ওয়ার্ডে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে, মোহাম্মদ জালাল মল্লিকে সাধারণ সম্পাদক করা হোক। তারা আরো বলেন ৬ ওয়ার্ডে আওয়ামীলীগে অনেকেই নেতা হয়েছিলেন কেউ তৃণমূল আওয়ামী লীগের খবর রাখেনি। এবং দল ক্ষমতায় থাকার পরেও দলীয় কোনো কর্মসুচি পালন করেনি। আর এখন দীর্ঘদিন ধরে ৬ ওয়ার্ড আওয়ামী লীগের কোনো কমিটি নেই। তাই আমাদের দাবী ৬নং ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালি করার লক্ষ্যে জালাল মল্লিককে সাধারণ সম্পাদক করার দাবি জানাই।
শোডাউনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ শামীম শাহ, হাকিম আলী মাদবর, ইদ্রিস মুন্সী, ইসমাইল শেখ, করম আলী শেখ, মুকুল মুন্সী, স্বপন মাদবর, রিয়াজুল মাদবর, রিমন সরদার, মিলন মাদবর, জাহাঙ্গীর বেপারী, রুবেল বেপারি, ছাত্তার সরদার, বাবু সরদার, আলী আজগর মাদবর, অন্তু মুন্সি, আফ্রিদি মুন্সি, দেলোয়ার ঢালী, ইকবাল বেপারী, সোহেল বেপারী, তানভীর মল্লিক, জামিল মল্লিক, ফোরহাদ ঢালী প্রমুখ।
LN/Arif
Leave a Reply