বগুড়া সংবাদদাতা।।
কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে মঙ্গলবার বিকাল ৪টার মহাস্থানে যাত্রা বিরতির সময় শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়ের সাথে সৌজন্যে স্বাক্ষাত করে। আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি ও ছাত্রসমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। কেন্দ্রীয় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি রিপন, সহ-সভাপতি প্রিন্স তালুকদার, অর্ণব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফজলুল বারী, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহসান হাবিব রেবুল, শিবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মোকারম হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক রাশেদ মাহমুদ তুষার, মিনারুল ইসলাম, রাহাত ফয়সাল রনু, রাকিবুল ইসলাম, দিদার খাঁন, শিবগঞ্জ পৌর ছাত্র সমাজের আহ্বায়ক দিপ্ত কুমার রনো, সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সোহান ইসলাম, নিলয় হাসান শিহাব, আপন,আব্দুর রহমান, তোহাব, নিশাত ইমরান , মাসুদ প্রমুখ।
Leave a Reply