Wednesday, April 24, 2024
Homeআন্তর্জাতিকমেসেঞ্জার ‘রুমসেও’ লাইভের সুযোগ

মেসেঞ্জার ‘রুমসেও’ লাইভের সুযোগ

মেসেঞ্জারের রুমস থেকে লাইভ করার সুযোগ দিতে নতুন ফিচার আনার কথা জানিয়েছে ফেইসবুক। গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের রুমস ফিচার আনে।

ফেইসবুক থেকে এখনই অবশ্য লাইভস্ট্রিম করা যায়। কিন্তু সেটা শুধুমাত্র একজনকে ইনভাইট করে। রুমস থেকে লাইভের সুযোগ মানে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে!

ফেইসবুক এক প্রেস বিবৃতিতে বলেছে, মেসেঞ্জার রুমস ও ফেইসবুক লাইভ একসঙ্গে এনে নতুন পদ্ধতিতে পরস্পরকে যুক্ত করার ও তারা দূরে থাকলেও কনটেন্ট তৈরি করার সুবিধা আনা হচ্ছে।

যেসব দেশে মেসেঞ্জার রুমস সেবাটি চালু করা হয়েছে, সেখানে শিগগিরই মেসেঞ্জার মোবাইল ও মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, লাইভের এই ফিচারটি কয়েক সপ্তাহ ধরে মেক্সিকো, কানাডা এবং আর্জেন্টিনায় পরীক্ষামূলকভাবে আপডেট দেয়া হয়।

ফিচারটির অ্যাকসেস পেতে মেসেঞ্জার রুমসের ‘Live’ অপশনে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। এভাবে লাইভ করা যাবে নিজের আইডি, পেজ এবং ফেইসবুক গ্রুপে।

ঠিক কোন কোন দেশে এই মুহূর্তে ফিচারটির আপডেট পাওয়া যাবে তার তালিকা দিতে রাজি হয়নি ফেইসবুক। শুধু বলা হয়েছে, যেসব অঞ্চলে মেসেঞ্জার রুমস ব্যবহার করা যাচ্ছে, তার প্রতিটি দেশে আপডেট পাওয়া যাবে।

রুমসের অ্যাকসেস যেহেতু বাংলাদেশের ব্যবহারকারীরাও পাচ্ছেন, তাই এই অঞ্চলেও লাইভ ফিচারটি পাওয়ার কথা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments