মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে মেলান্দহে আত্নপ্রকাশ করেছে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব।
এ উপলক্ষে ২০মে শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বাণিজ্য প্রতিদিনের জামালপুর প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদকে সাধারণ সম্পাদক করে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, দৈনিক ঢাকা টাইমস ও আমার সংবাদের প্রতিনিধি ইমরান মাহমুদ, আলোকিত প্রতিদিনের রাশেদুল ইসলাম, আজকের পত্রিকার রকিব হাসান নয়ন, স্বাধীন মতের সাজ্জাদ হোসাইন, নজরুল ইসলাম দপ্তর সম্পাদক, দেশ তথ্য বাংলার রোমান আহমেদ, সবুজ নিশানের আসাদুজ্জামান, জনতার দলিলের রবিউল ইসলাম, পল্লীকন্ঠ প্রতিদিনের মমিনুল ইসলাম, একুশের সংবাদের রাসেল রানা ও সোয়াইব আলী-কে সদস্য করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়।
এমএইচএম /LN24BD
Leave a Reply