অনলাইন ডেস্ক।
দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসেসিয়েশন।
সংগঠনের সভাপতি মো. আইয়ুব খাঁন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক শোক বার্তায় প্রয়াত এ সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শোক বার্তায় সংবাদপত্র এজেন্ট অ্যাসেসিয়েশনের নেতারা বলেন, মানুষ হিসেবেও ভালো ছিলেন সাংবাদিক আমিত হাবিব। দেশের গণমাধ্যমের বিকাশে অসামান্য অবদান রেখেছেন তিনি। নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মীদের সামনে অমিত হাবিব আদর্শ হয়ে থাকবেন। সাংবাদিক আমিত হাবিবের মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। শুধু দেশ নয়, বিদেশি গণমাধ্যমেও তার ছোঁয়া অম্লান হয়ে থাকবে।
Leave a Reply