1. sarifhafiz48@gmail.com : livenewsdesk desk : livenewsdesk desk
  2. mehedihasan.mhs078@gmail.com : Arif Molla : Arif Molla
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. livenewsbd24@gmail.com : Mehedi Hasan : Mehedi Hasan
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জামালপুরে শিক্ষকদের মানববন্ধন - Livenews24
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গণহত্যা দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক অটোচালক নিহত মাদারীপুরে জেলা প্রশাসন চেস একাডেমি উদ্বোধন মাদারীপুর জেলায় পৃথক স্থানে ১১ ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক বার্তা মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষে প্রেস ব্রিফিং ‘আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরাইয়া দাও’ নিহতদের দাফনে ২৫ হাজার, আহতদের ৫ হাজার টাকা প্রদান মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, আহত ৩০ মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন মাদারীপুর গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরাম (জিটিএফ) কর্মশালা পলাশবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে তিন উপজেলায় মৎস্যজীবী দলের ছয় কমিটি বিলুপ্ত কুড়িগ্রামের ফুলবাড়িতে বিয়ের নতুন দৃষ্টান্ত, গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের আনন্দ মাদারীপুর বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা স্মার্ট বাংলাদেশ  বিনির্মাণে দেশরূপান্তর পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জামালপুরে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা:

সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জামালপুর জেলা শাখা।
সোমবার সকালে শহরের ফৌজদারী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিটিএ জামালপুর জেলা শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম, হযরত শাহ জামাল স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক মো. সাইদ কবির, মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রউফ আকন্দ, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারা খাতুন, বগাবাইদ উচ্চ বিদ্যালয়েল সহকারী শিক্ষক আজিমুন নাহার শেলী, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মোতালেব প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি অনেক বৈষম্য রয়েছে। আমরা বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫শ টাকা চিকিৎসা ভাতা পাই। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক/কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া অবসর সুবিধা ও
কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ ভাগ কর্তন করা হচ্ছে। নানা কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি। অবিলম্বে শিক্ষকদের এই দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2021
Design & Development By : JM IT SOLUTION