স্টাফ করেসপন্ডেন্ট।।
সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদারীপুর জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।
এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বেশি বেশি পাট চাষ করে উন্নত মানসম্পন্ন পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। তাছাড়া পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করা হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. আলাউদ্দিনসহ বিভিন্ন জেলা সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
MHS/LN24BD
Leave a Reply