মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে রাজৈর ক্রিকেট কাপ টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় বৃহস্পতিবার দুপুরে জেলার রাজৈর উপজেলার চৌউরীবাড়ির শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দুপুরে খেলার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত।পরে রাজৈর ইয়াং একাদশ বনাম রাজৈর রাইডার্স এর মধ্যে তমুল উত্তেজনা পূর্ণ খেলায় রাজৈর ইয়াং টাইগার একাদশ রাজৈর রাইডার্সকে সাত উইকেটে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সফিজ সর্বচ্চো ৪৯ ,জুয়েল ২৫, শামীম মুন্সি ০৬ রান করেন এবং বিজয়ী দলের অধিনাশক তাহমুর করীম ২৯ রান দিয়ে এক উইকেট পান। পরাজিত রাজৈর রাইডার্স দলের অধিনায়ক নিরব ৩০ রান করেন। এর অাগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ছাত্রলীগ সদস্য ও সাংবাদিক সুজন হোসেন রিফাত, সাংবাদিক কাওসার অালম মিঠু, চৌউরীবাড়ি ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বার্ড়ৈ, ফিজিক্যাল শিক্ষক শিব সংকর মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন । রাজৈর ক্রিকেট কাপ টুর্নামেন্ট ২০ অায়োজন করেন যৌথভাবে বিকেএসপির অনুর্ধ ১৯ দলের খেলোয়ার তাহমুর করিম ও শাওন করিম।
LN/Arif
Leave a Reply