মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আগুনে পুড়ে গেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী তিনটি মিষ্টির দোকান। শনিবার রাত ৩টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাতে জীবন মিষ্টান্ন ভান্ডার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে প্রথমে আগুনে সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এরআগেই জীবন মন্ডলের জীবন মিষ্টান্ন ভান্ডার, গৌরাঙ্গ সাহার সাহা মিষ্টান্ন ভান্ডার ও মানিক সাহার বনফুল মিষ্টান্ন ভান্ডারের ভেতরের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
রোববার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেন মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, তার সাথে ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, ঘটনা স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানদারদের খোঁজ খবর নেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
LN/Arif
Leave a Reply