মাদারীপুর প্রতিনিধি।।
গাছের চেয়ে ভালো কোন বন্ধু নাই, এসো তাই চারিপাশে গাছ লাগাই”এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে অদম্য মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠন । রবিবার (৬ আগস্ট) সকালে ১৩৮ নং উত্তর ঝিকরহাটি ও পশ্চিম ঘাটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয় এবং খুদে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু ও চিকনগুনিয়ায় আক্রান্ত হলে করণীয় বিষয়ক সচেতনতা মূলক নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের ২টি চারা, ১ টি ফলজ, ১ টি বনজ। মোট ২৫০ টি চারা বিতরণ করেছে অদম্য মাদারীপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া বিদ্যালয়ের প্রাঙ্গণে ২টি চারা গাছ রোপণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন বলেন, জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম এবং বৃক্ষ ছাড়া মানুষ বা পাখি কেউই বাঁচতে পারে না। আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন এই গাছ থেকেই আমরা পাই। একটি গাছ প্রকৃতির সাথে মানুষের সবচেয়ে নিবিড় সম্পর্ক। গাছ ও মানুষের মাঝে সম্পর্ক আরও সুন্দর করার লক্ষ্যে অদম্য মাদারীপুর কাজ করছে এটা আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেশ ও জনগণের কাছেও গুরুত্বপূর্ণ।
অদম্য মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হযরত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর আনসার ভিডিপি, সার্কেল অ্যাডজুট্যান্ট নিরব বিশ্বাস। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মারুফা, ডাক্তার কাকলি,আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের ডেন্টাল সার্জন, ডাক্তার মেহেদী হাসান সোহেল, ১৩৮ নং উত্তর ঝিকরহাটি ও পশ্চিম ঘাটমাঝি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাফিয়া আক্তার, মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ এসিস্ট্যান্ট শাহাদুল ইসলাম (রিপন ),অদম্য মাদারীপুর এর উপদেষ্টা সদস্য তুষার মোল্লা এবং সাইদুর রহমান সাঈদ।
দাতা সদস্য মানিক মোল্লা, অদম্য মাদারীপুরের
সদস্য রাকিব বেপারী, আজগর, আবুতালিবসহ একাধিক স্বেচ্ছাসেবী সদস্য।
LN24BD
Leave a Reply