মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের টেকেরহাট কাচা বাজারে মাংসের ৪ ব্যবসায়ীকে ১৪হাজার টাকা জরিমান ও রমজান আগমন উপলক্ষে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট কাচা বাচারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, টেকেরহাট বাজারে অভিযান চালিয়ে ৩ টি পোল্ট্রি মুরগী ব্যবসায়ী ও একটি গরুর মাংসের ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আছলাম মুরগীর দোকানকে ৫ হাজার টাকা, অধিক দামে পণ্য বিক্রির অপরাধে বোরহান পোল্ট্রি ফার্মকে ৩ হাজার, বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মকে ৩ হাজার ও কাবুল গোস্তের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছ। আগামী রমজান মাস উপলক্ষে ভোক্তা ও বিক্রেতাদের সতর্ক করার লক্ষে মাকিং করে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে।
MHS/LN24BD
Leave a Reply