Saturday, April 20, 2024
HomeScrollingমাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাফিজুল শরীফ হাফিজ ও এস এম আজাহার হোসেন, লাইভনিউজি ডেস্ক।।

মাদারীপুরে বুধবার সকালে র‌্যালি, আলোচনাসভা, অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষ ও খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুটন চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন, খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রকাশ চন্দ্র নাগ, প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান, উপজেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো. মশিউর রহমান, ওয়ার হাউস ইন্সেপেক্টর মো. নূর হোমামাদ শিকদার, খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী, জেলা রোভার স্কাউট সম্পাদক মো. মুরাদ হাসান প্রমুখ। সভা শেষে খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments