লাইভ নিউজ ডেস্ক:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় কামাল মাদবর (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো ৩ জন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী। নিহত কামাল মাদবর একই এলাকার সলেমান মাদবরের ছেলে। আহতরা হলেন দাদন হাওলাদার, নুরুজ্জামান হাওলাদার, রাজীব হাওলাদার।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সমর্থক রাসেল বেপারী, মামুন আকনসহ বেশকিছু লোকজন লাভলু তালুকদারের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কামাল মাদবরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্বজনরা কামাল মাদবরকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের কামালের স্ত্রী শাহিনুর বেগম বলেন, হামলাকারীরা হামলা করতে করতে আমাদের বাড়ির সামনে এসে আমার স্বামীকে কোপাতে থাকে। আমি দৌড়ে গিয়ে তাদের বাধা দেই। কিন্তু তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি কাউকেই চিনতে পারিনি।নিহতের ভাগ্নী জোসনা বেগম বলেন, আমার মামার ছোট ছোট দুইটা বাচ্চারে ওরা এতিম করে দিল। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের আমরা ফাঁসি চাই।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব বলেন, কামাল মাদবরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের ফলাফল আসলে বাকিটা জানা যাবে।
জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply