আশরাফুজ্জামান সরকারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জিআইসি কুইজ, বিতর্ক প্রতিযোগিতা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনুষ্ঠানে প্রথম দিনে পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম কামরুল আলম। গোবিন্দগঞ্জ ইনফরমেশন সেন্টারের আয়োজনে এবং মেয়র গোবিন্দগঞ্জ পৌর সভার ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারী কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ, মোঃ আফজাল হোসেন, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের বর্তমান(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, সাবেক অধ্যাপক গোলাম মোস্তফা, মহিলা কলেজের অধ্যাপক সাইদুর রহমান আমন্ত্রিত অতিথি ছিলেন কাউন্সিলর মোকলেছুর প্রধান, কাউন্সিলর মিজানুর রহমান রিপন।
মহান বিজয় দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় জি.আই.সি কর্তৃক আয়োজিত কুইজ,আর্ট এবং ডিবেটের ফলাফল -চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আইডিয়াল স্কলার্স স্কুলের সামিউল বিন সাজিদ এবং ২য় ও ৩য় স্থান অধিকার করে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের নন্দিনী রায় ইচ্ছামনি ও মোছাঃ উম্মে হাবিবা ।
কুইজ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে প্রফেসর্স মডেল স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রুবাইয়াতুল ইসলাম হিয়া মনি এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে প্রফেসর্স মডেল স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা আক্তার অনু ও টপ ব্রিলিয়ান্ট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান (রিয়াদ)।
কুইজ প্রতিযোগিতা সেকেন্ডারী বিভাগে প্রথম স্থান অধিকার করে ক্লাইম্যাকস পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোঃ ওমর মন্ডল এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে ক্লাইম্যাকস পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ অহন সরকার ও মোঃ মশিউর রহমান (মহান) ।
কুইজ প্রতিযোগিতায় হাইয়ার বিভাগে প্রথম স্থান অধিকার করে গোবিন্দগঞ্জ সরকারি স্কুলের ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোছাঃ বিন্তি করিম এবং যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ লিমন বাবু ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ লাথিফুর রহমান ৷
ডিবেটে বিজয়ী হয়েছে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
Leave a Reply