Friday, March 29, 2024
HomeScrollingবাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

অনলাইন ডেস্ক।

দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

একদিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ৭.৩৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫.৯৪ শতাংশ এবং ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments