Thursday, April 25, 2024
Homeসারাদেশঢাকা বিভাগবাঁধন' এর দুই যুগ পেরিয়েছে

বাঁধন’ এর দুই যুগ পেরিয়েছে

বিশেষ প্রতিনিধি।।

‘সর্বাত্মক হোক স্বেচ্ছায় রক্তদান, বিষয়টিকে সমনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগপূর্তি উদযাপন করছে সংগঠনটি। সারা দেশের ন্যায় মাদারীপুরেও রবিবার (২৪ অক্টোবর) সকালে অনুষ্ঠান উদযাপন করা হয়।

মাদারীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন, জোনাল প্রতিনিধি হাফিজুল ইসলাম কবির, সভাপতি বেল্লাল হোসেন, উপদেষ্টা মির্জন মৃধা, আওলাদ হোসেন, মনজুর মোরশেদ সহ সংগঠনের সকল সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দদের সাথ কথা বলে জানা যায়, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগপূর্তিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।


‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান ধারণ করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের কার্যক্রম ছড়িয়েছে দেশব্যাপী।

১৭টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের কলেজ নিয়ে দেশের ৫৩ জেলায় ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩৯ ইউনিট ও ১২টি জোন নিয়ে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণে কাজ করছে সংগঠনটি।

২০২০ সালে সারাদেশে বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে ৭৫ হাজার ৭৯১ জনের। স্বেচ্ছায় রক্তদান হয়েছে ৪৪ হাজার ১৬৬ ব্যাগ। এই সময়ে প্রথমবার রক্ত দিয়েছেন ১১ হাজার ৮১৩ জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments