জামালপুর সংবাদদাতাঃ
ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুর সদর উপজেলার নরুন্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নরুন্দি চকবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইত্তেফাকুল উলামা জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত নরুন্দি ইউনিয়ন শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতা এ মানববন্ধনের আয়োজন করে।
ইত্তেফাকুল উলামা নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, সহ-সভাপতি মাওলানা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ফরিদ উদ্দিন, ইত্তেফাকুল উলামা সদর উপজেলার শাখার সভাপতি মাওলানা আবুল হোসাইন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজি মশিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, ইত্তেফাকুল উলামা নরুন্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সকল পণ্য বর্জনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এছাড়া ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। পরে সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
LN/Arif
Leave a Reply