অনলাইন ডেস্ক।।
১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির পরিচালক মণি রত্নমের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান। তারপর বহু বছর হয়ে গেলেও শাহরুখকে কাস্ট করে কোনো ছবিই তৈরি করছেন না মণি। সম্প্রতি ‘পন্নিইন সেলভান ১’ ছবির প্রোমোশনে এসে শাহরুখের সঙ্গে ফের ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন মণি রত্নম।
শুক্রবারই মুক্তি পেতে চলেছে মণি রত্নমের নতুন ছবি ‘পন্নিইন সেলভান ১’। আর এই ছবির সংবাদ সম্মেলনে মণি রত্নম জানালেন, ‘শাহরুখের সঙ্গে আমি ছবি করতে চাই আবার। একটা আইডিয়াও মাথায় আছে। তবে তার জন্য দারুণ একটা চিত্রনাট্য লিখতে হবে। না হলে শাহরুখকে রাজি করানো যাবে না। তবে খুব শিগগিরই শাহরুখকে নিয়ে একটা ছবি তৈরি করব।’
প্রসঙ্গত, মণি রত্নমের এই ছবি থেকেই প্রায় ৩ বছর পর এই ছবি দিয়েই বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণি রত্নম বরাবরই ঐশ্বর্যের প্রিয় পরিচালক। পরিচালকের বহু ছবিতেই তাকে দেখা গিয়েছে। ‘ইরুভার’ থেকে শুরু করে ‘গুরু’, ‘রাবণ’, আর এবার ‘পেন্নিইন সেলভান’।
ছবিতে ঐশ্বর্যকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। যার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে ‘পেন্নিইন সেলভান’ ছবিটি তৈরি করেছেন মণি রত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। পেজুভুরের রানি নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে দেখা যাবে বিক্রম, জয়রাম রবি, কার্থি, তৃষা, শোভিতা ধূলিপালার মতো তারকাদের।
৫০০ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বর্য। ক্যাপশনে লেখেন, ‘স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।’ সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
Leave a Reply