Thursday, April 25, 2024
HomeScrollingপ্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা

প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা

অনলাইন ডেস্ক।।

কাবুলে ঈদুল আজহার জামাত চলাকালে মঙ্গলবার সকালে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা হয়েছে। এক সরাসরি টেলিভিশন সম্প্রচারে ঘটনাটি ধরা পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টিভিতে দেখা যায়, একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া সত্ত্বেও নামাজ বন্ধ করেননি আফগান প্রেসিডেন্ট  আশরাফ গনি।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আফগান রাজধানীদের কমপক্ষে তিনটি রকেটের বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রেসিডেন্ট প্রাসাদ ও বিভিন্ন দূতাবাসের অবস্থান গ্রিন জোন থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে ইউএস মিশনও রয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি স্বীকার করে জানান, তার দেশের শত্রুরা রাজধানীর বিভিন্ন অংশে রকেট হামলা চালিয়েছে। রকেটগুলো শহরের বিভিন্ন অংশে পড়েছে। প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহত নেই। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়।

হামলার কয়েক মিনিট পরই আশরাফ গনি জাতির উদ্দেশে ভাষণ দেন।

এর আগেও কয়েকবার প্রেসিডেন্ট প্রাসাদ রকেট হামলার লক্ষ্যবস্তু হয়। সর্বশেষ ঘটনাটি গত ডিসেম্বরের।

দেশজুড়ে যখন তালিবানরা একের পর এক এলাকা দখলে নিচ্ছে ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শেষ হওয়ার পথে তখন এ হামলা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments