পাটগ্রাম সংবাদদাতা।।
দেশব্যাপী জামাত বিএনপি অপশক্তির সন্ত্রাস নৈরাজ্য হত্যার বিরুদ্ধে উপজেলা,পৌর, ও সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে পাটগ্রাম উপজেলা লীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ’র সভাপতিত্বে পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরঙ্গ মোরের আয়োজিত সমাবেশ মিলিত হলে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল এর দিকনির্দেশনায় বক্তব্য রাখেন দলীয় নেতা কর্মীগন।
বক্তারা বলেন, যখনই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ ঠিক তখনই জামাত- বিএনপি জোট এই অবৈধ হরতালের ডাক দিয়েছে।
কিন্তু এদেশের মানুষ আর হরতাল মানে না। হরতালের নামে যদি কোথাও কোন নৈরাজ্যের সৃষ্টি হয় তার দাঁত ভাঙ্গা জবাব দিবে পাটগ্রাম আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
হরতাল ডাকা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে রাস্তায় বের হওয়াও জনগণের অধিকার। জনগণের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ ।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক নিরব এর সঞ্চলনায় বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ।
LN24BD