Thursday, March 28, 2024
Homeগাইবান্ধাপলাশবাড়ী পৌরসভার পক্ষে পুজা মন্ডপে আর্থিক অনুদান

পলাশবাড়ী পৌরসভার পক্ষে পুজা মন্ডপে আর্থিক অনুদান

গাইবান্ধা সংবাদদাতা।। 

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা ৷ পুজামন্ডপগুলোতে কারিগরদের নিপুন হাতের ছোঁয়া আর রং তুলিতে প্রতিমা সাজানো হচ্ছে ৷ মাটির প্রতিমায় জীবন্ত রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা ৷ অন্যদিকে এসব মন্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা উদযাপনের জন্য প্রতিবছরের মতো এবারো পুলিশ, ৱ্যাবও আনসার সদস্যরা কাজ করছেন ৷ আসন্ন দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার পুজা মন্ডপগুলোতে পৌরসভার পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয় মেয়র রুমে প্রথম পর্যায়ে অনুদানের এ চেক প্রদান করা হয় ৷ পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্রের হাতে চেক তুলে দেন পৌর মেয়র বিপ্লব প্রধান । তিনি জানান, পৌর এলাকার অন্যান্য পূজা মন্ডপগুলোতেও আর্থিক অনুদানের নগদ অর্থ হিসেবে চেক প্রদান করা হবে । চেক প্রদানের এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments