Friday, March 29, 2024
HomeScrollingনিখোঁজের ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে গোসলে নেমে নিখোঁজ হন পারভেজ হোসেন ও মিনি আকতার দম্পতি। ১৮ ঘণ্টা পর উদ্ধার সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তাদের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় তারা নিখোঁজ হন।

তারা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে আসেন পারভেজ হোসেন ও মিনি আকতার। মিনি রেজাউলের বউ মুনিয়ার মামাতো বোন। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদে খেয়াঘাটে তারা গোসলে নামে।

আত্রাই নদে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হয়। স্থানীয়রা বিভিন্নভাবে তাদের খোঁজ করেও পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত খোঁজ না পেয়ে প্রথম দিনের উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে রামচন্দ্রপুরে পাশাপাশি তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে রামচন্দ্রপুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments