শরীফ আহমেদ মজুমদার:
নাঙ্গলকোট থানার একমাত্র নারী কর্মকর্তা এএসআই পান্না কানিজ মোবাইল হারানো সাধারণ ডায়েরি করায় ২ দিনের মধ্যে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বার) দুপুরে মোবাইলের মালিক পৌরসভার কেন্দ্রা গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে বেলায়েত হোসেনের কাছে হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা যায়,হাওয়াই ওয়াই থ্রি মোবাইলটি হারিয়ে গেলে ২০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন। নাঙ্গলকোট থানার চৌকস অফিসার এএসআই পান্না কানিজ ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে আধূনিক প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে মোবাইলের মালিকের কাছে হস্তান্তর করেন, এসময় উপস্থিত ছিলেন,ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
LN/Arif
Leave a Reply