Thursday, March 28, 2024
HomeScrollingদিনাজপুরে শীমের বাম্পার ফলন

দিনাজপুরে শীমের বাম্পার ফলন

মোঃনূর ইসলাম নয়ন:

বিভিন্ন প্রকারের সবজি চাষের
পাশাপাশি দেশের উত্তরবঙ্গের জেলা দিনাজপুর জেলায় এ বছর শীমের চাষ
বেড়েছে। শীমের চাষে সার, কীটনাশক ও লেবার খরচ অন্য সবজি চাষের তুলনায়
কম হলেও লাভ অধিক। একারনে এলাকার অনেক চাষী শীম চাষে এগিয়ে আসছে।
আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে, উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা
বিভিন্ন সবজি চাষ করত। এখন কৃষকরাই লাইলন সুতা, জিআই তার এবং
বাঁেশর খুটির (ঝাংলা) মাচায় চাষ করছেন করলা, লাউ, পটলের পাশাপাশি শীম।
চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গঁায়ে দাগ ধরে ও
পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল
বাজারেও দাম কম।
সদর উপজেলার দক্ষিণ অলিপুরের সাদেক মিয়া ৫ হাজার টাকা খরচ করে এক
বিঘা জমিতে শীমের চাষ করেছে। সীমের গাছের (লতা) ডগা ফুলে ফুলে
ছেয়ে গেছে। ডগার গোড়ায় ছোট ছোট শীমও ধরেছে। কৃষক বকর বলেন,
এই ঝাংলায় প্রথমে করলা চাষ করেছিলাম। করলার শেষের দিকে শীম চাষ করেছি
ফুলও ধরেছে। শীমের দাম এখন ভাল কিছুদিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে
লাভ হবে এমন আশা তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, উপজেলায়
সদর উপজেলা এ বছর ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ
হয়েছে। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি
বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments