জামালপুর সংবাদদাতাঃ
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের জাতীয় উপ-নির্বাচনে সরকারী প্রভাবে অনিয়ম, সন্ত্রাস ও ভোট কারচুপির অভিযোগ এনে এবং ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, লোকমান আহমেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, রুহুল আমিন মিলন, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবহান ও মৎস্যজীবী দল নেতা মো. আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে কোন নির্বাচনই অবাধ ও সুষ্ঠ হয়নি এই সরকারের আমলে। সরকার তার প্রভাব বিস্তার করে ভোট কারচুপির মাধ্যমে ফলাফল নিজেদের করে নিয়েছে। বক্তারা আরও বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনই একই কায়দায় সরকার প্রভাব বিস্তার করে ফলাফল তাদের নিজেদের করে নিয়েছে। অবিলম্বে ওই আসনগুলোর ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা।
LN/Arif
Leave a Reply