Wednesday, April 24, 2024
HomeScrollingজামালপুরে ২৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

জামালপুরে ২৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

 জামালপুর সংবাদদাতা।।

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জামালপুরে ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ আধাপাকা ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে আধাপাকা এসব ঘরের সাথে প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল ও খতিয়ান সম্বলিত ফোল্ডার প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments