জামালপুর সংবাদদাতা।।
জামালপুর পৌরসভার কলেজ রোডস্থ সর্দারপাড়ায় হারল্যান নিউইয়র্ক শো-রুমের শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফিতা কেটে এ শো- রুমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বিশ্বাস যে ভালোবাসা আমার প্রতি আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে বলতে চায় হারল্যানের প্রডাক্টগুলো খুবই ভালো। এখানে ফ্রেশওয়াশ, ফ্রেশজেল এবং মেকাপ প্রডাক্টগুলো আপনারা পাবেন।
অপু বিশ্বাস আরও বলেন, হারল্যানের প্রডাক্টগুলো আপনারা বেশি বেশি ক্রয় করবেন। কারন এটা আমি নিজেও ব্যবহার করি। চলতি মাসের জন্য তিনি ২০% ডিসকাউন্টের কথাও জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হারল্যান নিউইয়র্ক কোম্পানীর এক্সিকিউটিভ মার্কেটিং ডিরেক্টর মো. জামাল উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আমিন শিমুল ও হারল্যান নিউইয়র্ক জমালপুর অঞ্চলের ডিলারশীপ মো. রহুল আমীন পলাশ প্রমুখ।
এদিকে চিত্র নায়িক অপু বিশ্বাসকে একনজর দেখতে জনতার উৎসুক ভীড় দেখা যায়।
Leave a Reply