Saturday, April 20, 2024
HomeScrollingজামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জামালপুর সংবাদদাতা।। 
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ২৬ মার্চ শনিবার ভোর ৬টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর শহরের শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখাসহ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল ৯টার দিকে বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ প্রদর্শনীর আগে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পুলিশ, বিজিবি, আনসার, রোভার স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments