Friday, March 29, 2024
HomeScrollingজামালপুরে বীরমুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনে সংরক্ষিত চেয়ার বসালেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ

জামালপুরে বীরমুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনে সংরক্ষিত চেয়ার বসালেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ

জামালপুর সংবাদদাতা।। 

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনে চেয়ার সংরক্ষণ করেছেন মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তারই পরিকল্পনায় জামালপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়, সকল সার্কেল অফিস, থানা ও তদন্ত কেন্দ্রে বীরমুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ তার নিজ হাতে নিজ অফিসে সংরক্ষিত চেয়ার বসিয়েছেন। মহান স্বাধীনতার মাসে এমন উদ্যোগ গ্রহন করায় সব মহলের প্রশাংসায় ভাসছেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে যে সকল বীরমুক্তিযোদ্ধারা আমাদের সবুজ বাংলাদেশকে হানাদার মুক্ত করে দেশে স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি রইলো রক্তিম সালাম। তাদের প্রতি সম্মান জানাতেই এটি জামালপুর জেলা পুলিশের ক্ষুদ্র প্রয়াস মাত্র। উল্লেখ্য, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জামালপুরের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই জেলার অসহায়, অস্বচ্ছল, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান ও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজের বেতনের টাকায় অর্থ সহায়তা দিয়ে ইতিমধ্যেই তিনি জেলার মানবিক পুলিশ সুপার হিসেবে জেলাবাসীর মন জয় করেছেন। তার এমন উদ্যোগে জেলার সকল শ্রেণী পেশার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments