জামালপুর সংবাদদাতা।।
জামালপুরের মেলান্দহে চংদারিয়া গ্রামে নির্যাতনের শিকার এক ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। রইচ উদ্দিন নামে ওই ব্যক্তিকে একবছর ধরে হাত-পায়ে শিকল পড়িয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন রইচ উদ্দিনের পরিবার বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পরিবার অভিযোগ করে বলেন, দিনমজুর রইচ উদ্দিন ২০২১ সালের ৭ জুলাই নিজ বাড়ি থেকে শশুরবাড়ি চিনিতলা যাচ্ছিল। বাগুরপাড়া পৈৗছলে পূর্ব শত্রুতার জেরে মেলান্দহের বয়রাডাঙ্গা গ্রামের হাশেম সরকারের ছেলে তানভির আহমেদ তপু সরকার, আবুল মুনসুর সরকার ও তার ছেলে মোছাব্বির হোসেন রনি সরকার এবং হাসেম সরকার তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা নগদ অর্থও কেড়ে নেয়। তাদের অমানবিক নির্যাতনে রইচ উদ্দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকে শিকল পড়িয়ে রাখা হয়েছে তাকে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও প্রভাবশালী আসামীরা প্রকাশ্য ঘুরছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে দরিদ্র পরিবারটি রইচ উদ্দিনের সুচিকিৎসা, পরিবারের নিরাপত্তা ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রইচ উদ্দিনের বাবা জয়নাল শেখ ও মা রহিমা বেগম। এ সময় রইচ উদ্দিনের ১০ বছরের শিশু পুত্র হুমায়ুন ও ৭ বছরের কন্যা জান্নাতসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply