জামালপুর সংবাদদাতা।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা কৃষকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সকালে শহরের সফিমিয়ার বাজার থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম ছাত্তার, সদস্য সচিব সালেহীন মাসুদ মাস্টার ও যুগ্মআহবায়ক সালেহীন শাহীন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ২০২২ইং তারিখে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার ৭ বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
Leave a Reply