প্রায় এক মাস কলকাতায় ছিলেন রাজ। এরমধ্যে ছেলে রাজ্যের কোনো খোঁজ নেননি তিনি। সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছিলেন পরীমণি। এতে অভিমান হয়েছে অভিনেত্রীর। তাই জানিয়েছিলেন, তিনি চান না ছেলের জন্মদিনে আসুক রাজ।
নতুন খবর হলো, সম্প্রতি ঢাকায় ফিরেছেন রাজ। গতরাতে গিয়েছিলেন পরীমণির বাসায়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গত রাতে এসেছিল। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। এতটুকুই।’
এদিকে পরীমণির ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার রাতে রাজ্যের জন্মদিনে আসার কথা আছে রাজের। তবে পরীমণি এ বিষয়ে বলেন, ‘সেটি তার বিষয়। যদি সে আসে আমি কোনো কথা বলব না তার সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।’
পরীমণি যে ছেলের জন্মদিনে রাজকে চান না এর আগে তা উল্লেখ করে বলেছিলেন, ‘ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকেই তাকে কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনো কল দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।’
প্রতি মাসের ১০ তারিখ বাসায় কেক কেটে রাজ্যের জন্মদিন পালন করেন পরীমণি। তবে এবার তিনি সন্তানের জন্মদিন পালন রাজধানীর একটি হোটেলে। ছেলের এই জন্মদিনে রাজ যাচ্ছেন কি না তা সময়ই বলে দেবে।
Leave a Reply