আমিরুল ইসলাম কবির,বিশেষ সংবাদদাতাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল গাছ থেকে ছিটকে পড়ে ৮ম শ্রেণির ছাত্র সাব্বির গুরুতর আহত হয়েছে। ঘটানাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের পুর্ব রামচন্দ্রপুর গ্রামে।
থানায় অভিযোগ ও সরেজমিনে প্রকাশ,গত ১০ জুলাই শুক্রবার সাব্বির পার্শ্ববর্তী মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে বাড়িতে ফিরলে একই গ্রামের মো.আশরাফুল ইসলাম জুয়েলের কলেজ পড়ুয়া ছেলে মিম,সাব্বিরকে নারিকেল পাড়ার জন্য জোরপূর্বক ডেকে নিয়ে যায়।
এসময় নারিকেল গাছে উঠতে পারবেনা জানালে সাব্বিরের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন মিম কেড়ে নেয় এবং নারিকেল পেড়ে না দিলে ফোন দিবে না মর্মে মিম জানায়।
এমনভাবে একপ্রকার জিম্মি করে নারিকেল গাছে উঠতে বাধ্য করা হয় সাব্বিরকে।
অবশেষে সাব্বির গাছে উঠে দুটি নারিকেল নিচে ফেলে দেয়। গাছের অপর পার্শ্বের নারিকেল পাড়তে মিম নিচে থেকে তাগিদ দেয়। নারিকেল গাছের ডালপালা ঘেঁষে পল্লী বিদ্যুৎ এর তার থাকায় ভয় পাচ্ছে বলে সাব্বির জানায়।
তবুও জোর করলে অপর পার্শ্বের ডাল ধরে নারিকেল পাড়ার চেষ্টাকালে তারের সাথে লেগে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় সাব্বির গাছ থেকে প্রায় ৩৫ ফিট নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রাসহ স্বজনরা গুরুতর আহত সাব্বিরকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে মেরুদণ্ড অপারেশন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুল পড়ুয়া সাব্বির।
এদিকে,এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়াই মাস যাবৎ ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন গরীব অসহায় রিক্সা-চালক সাব্বিরের বাবা মতিন শেখ।
আব্দুল মতিন কান্না জড়িত কন্ঠে বলেন,এ যাবৎ চিকিৎসা চালিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তবুও আমার ছেলে সুস্থ হয়নি। তিনি বলেন,এমতাবস্থায় মিমের বাবা সাব্বিরকে দেখতে পর্যন্ত আসেনি.!
এদিকে মিম পরিবার পক্ষ প্রভাবশালী হওয়ায় ঘটনাটি অন্যদিকে ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ এনে সাব্বির পরিবারের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ খবর এলাকায় জানাজানি হলে ওই এলাকার সুশীল সমাজের লোকজন গত ২৬ সেপ্টেম্বর দুপুরে একটি গ্রাম্য সালিশ এর আয়োজন করেন।
সালিশ বৈঠকে নাম মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসার চেষ্টা করে মিম পক্ষরা।
সাব্বিরের অসহায় গরীব বাবা এ প্রতিবেদককে জানান, সাব্বিরের চিকিৎসা বাবদ প্রায় ৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে তারপরেও সাব্বিরের উন্নত চিকিৎসার জন্য অারো অনেক টাকার প্রয়োজন। তিনি অসহায়ত্ব নিয়ে জানান আমি কি এর বিচার পাবো না৷
LN/Arif
Leave a Reply